স্কুল লোগো

খারিক্ষ্যং উচ্চ বিদ্যালয়

রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি

স্কুল কোডঃ ৪৭৬০ | এমপিও: ০৪১০০১১৩০১

প্রতিষ্ঠানের ইতিহাস

খারিক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস

স্কুল ভবন

খারিক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভবন

প্রতিষ্ঠার সূচনা

১৯৫৫ সালে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে খারিক্ষ্যং উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার এই প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে একটি ছোট টিনের ঘরে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছিল।

প্রাথমিক যুগ (১৯৫৫-১৯৭০)

প্রাথমিক পর্যায়ে স্কুলটি শুধুমাত্র ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করত। ১৯৬২ সালে নবম শ্রেণি এবং ১৯৬৫ সালে দশম শ্রেণি চালু হয়। স্থানীয় চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের পাশাপাশি বাঙালি শিক্ষার্থীরাও এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে শুরু করে। ১৯৭০ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৫% পাস করার গৌরব অর্জন করে।

উন্নতির যুগ (১৯৭১-১৯৯০)

স্বাধীনতার পর থেকে স্কুলটি দ্রুত উন্নতি লাভ করে। ১৯৭৫ সালে সরকারি অনুদান পেতে শুরু করে এবং ১৯৮২ সালে এমপিওভুক্ত হয়। এই সময়ে নতুন শ্রেণিকক্ষ নির্মাণ, শিক্ষক নিয়োগ এবং আধুনিক শিক্ষা উপকরণ সংযোজন করা হয়। ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫০০ এ উন্নীত হয় এবং বিজ্ঞান বিভাগ চালু হয়।

আধুনিক যুগ (১৯৯১-বর্তমান)

১৯৯৫ সালে নতুন দ্বিতল ভবন নির্মাণ সম্পন্ন হয়। ২০০৫ সালে কম্পিউটার ল্যাব এবং ২০১০ সালে বিজ্ঞান গবেষণাগার স্থাপিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১২০০+ শিক্ষার্থী অধ্যয়নরত এবং ৪৫ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। ২০২০ সাল থেকে ডিজিটাল ক্লাসরুম চালু হয়েছে।

উল্লেখযোগ্য অর্জনসমূহ

  • ২০১৮ সালে জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কার লাভ
  • গত ১০ বছরে এসএসসি পরীক্ষায় গড়ে ৯২% পাস
  • ৫০+ শিক্ষার্থী বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি
  • ১০০+ শিক্ষার্থী মেডিকেল কলেজে অধ্যয়ন

পরিসংখ্যানে আমাদের প্রতিষ্ঠান

৬৯
বছর ইতিহাস
১২০০+
বর্তমান শিক্ষার্থী
৪৫
শিক্ষক-শিক্ষিকা
১৫০০০+
সফল ছাত্র-ছাত্রী

আমাদের লক্ষ্য

পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও বাঙালি জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরি করে দেশের উন্নতিতে অবদান রাখা। আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতি সাধন।

আমাদের ব্রত

মানসম্পন্ন শিক্ষা প্রদান, নৈতিক চরিত্র গঠন, বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি তৈরি এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান সুযোগ প্রদান এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ।

ঐতিহাসিক ছবি

পুরাতন ভবন

১৯৮০ সালের স্কুল ভবন

প্রথম ব্যাচ

১৯৭০ সালের প্রথম এসএসসি ব্যাচ

উদ্বোধনী অনুষ্ঠান

নতুন ভবনের উদ্বোধন - ১৯৯৫

যোগাযোগ

রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি
০১৮৭২১৭২৮১৬৭
kharikhyonghighschool@gmail.com
স্কুল কোড: ৪৭৬০